|
প্রিন্টের সময়কালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০১:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জানুয়ারি ২০২৫ ০৬:২৪ অপরাহ্ণ

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: সংস্কার কমিশন প্রধান


স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: সংস্কার কমিশন প্রধান


ঢাকা প্রেস নিউজ

 

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের নিয়ম পরিবর্তন হতে যাচ্ছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ জানিয়েছেন, এখন থেকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।
 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। সভায় স্থানীয় সরকার সংস্কারের প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়।
 

ড. তোফায়েল আহমেদ বলেন, "আমরা সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়েছি এবং তাদের পরামর্শ অনুযায়ী ইতিবাচক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। দলীয় প্রতীক ছাড়া নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।"
 

তিনি আরও জানান, সংস্কারের আওতায় আইন, কাঠামো ও সেবা কার্যক্রমের উন্নয়নসহ বিভিন্ন প্রস্তাব করা হবে।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ এবং নির্বাচন কমিশনের সদস্যরা।
 

বক্তারা বলেন, পূর্ববর্তী সরকার স্থানীয় নির্বাচনকে দলীয়করণ ও প্রতীক ব্যবহারের মাধ্যমে বিতর্কিত করেছিল। ভোট কারচুপি ও দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করার চেষ্টায় নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছিল। এই অবস্থা থেকে বের হয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংস্কার প্রয়োজন।

 

স্থানীয় সরকার সংস্কার কমিশনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
 

নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫