|
প্রিন্টের সময়কালঃ ০৭ মে ২০২৫ ০২:৩৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ আগu ২০২৩ ০২:৪১ অপরাহ্ণ

আগামী ২ সেপ্টেম্বর রেলওয়ের ওয়েম্যান পদে মৌখিক পরীক্ষা


আগামী ২ সেপ্টেম্বর রেলওয়ের ওয়েম্যান পদে  মৌখিক পরীক্ষা


বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ সেপ্টেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন পাঁচটি গ্রুপে ৬০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।

মহাপরিচালকের কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, ১৬ আবদুল গণি রোড, ঢাকায় সকাল সাড়ে ৯টা থেকে এই পরীক্ষা শুরু হবে।মৌখিক পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে প্রার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫