টানা বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা, স্থবির জনজীবন

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-
চট্টগ্রামে টানা বর্ষণে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। নগরের নিচু এলাকা থেকে শুরু করে আবাসিক ও বাণিজ্যিক এলাকা পর্যন্ত অধিকাংশ স্থানেই পানি জমে আছে।
কিছু কিছু রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে, চলাচলের মতো কোনো পরিবেশ নেই। মানুষ বাধ্য হয়ে হাঁটুপানি বা কোমরসমান পানির মধ্য দিয়ে চলাফেরা করছে। রিকশা ও অন্যান্য ছোট যানবাহন বন্ধ হয়ে গেছে বা কোনোরকমে চলছে। বিদ্যুতের খুঁটিগুলোর নিচে পানির স্তর উঠে যাওয়ায় বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনার শঙ্কাও দেখা দিয়েছে।
নগরীর চকবাজার-মুরাদপুর রোডের কাতালগঞ্জ আবাসিক এলাকায় রাস্তা পানি নিচে তলিয়ে গেছে। যার ফলে যান চলাচল করতে না পারা তীব্র জন-দূর্ভোগের সৃষ্টি হয়েছে।
এছাড়াও নগরীর পাঁচলাইশ, চেরাগি পাহাড়, জামালখান সহ আরো অনেক গুরুত্বপূর্ণ জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে।
টানা বৃষ্টির কারণে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, দোকানদারসহ সকল শ্রেণির মানুষ তাদের দৈনন্দিন কাজকর্মে বাধার মুখে পড়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫