ঢাকায় শেখ হাসিনা ভোট দেবেন ঢাকায় , ওবায়দুল কাদের নোয়াখালীতে

আগামীকাল, ২০২৪ সালের ৭ জানুয়ারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১০ আসনে ভোট দেবেন। তিনি ঢাকার ধানমন্ডি থানার ধানমন্ডি ১৪ নম্বর রোডের বাসভবন থেকে ভোট কেন্দ্রে যাবেন।
অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ভোট দেবেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ধলিয়া ইউনিয়নের টেংরাইয়া গ্রামে তার নিজ বাড়িতে ভোট দেবেন।
উল্লেখ্য, আগামীকালের নির্বাচনে বাংলাদেশের ১০০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫