হাইকমিশনে হামলা: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা ও প্রতিবাদ

ঢাকা প্রেস নিউজ
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা একটি অনাকাঙ্ক্ষিত, দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। বিশ্বের প্রতিটি দেশের নাগরিকের পবিত্র দায়িত্ব হলো জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় পতাকার অবমাননা একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার সামিল। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা যেকোনো নাগরিকের জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে অপরিহার্য।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫