|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০২:২১ অপরাহ্ণ

বৃত্তি পাচ্ছে এসএসসি-২০২৩ সালের উত্তীর্ণ সাড়ে ২৫ হাজার শিক্ষার্থী


বৃত্তি পাচ্ছে এসএসসি-২০২৩ সালের উত্তীর্ণ সাড়ে ২৫ হাজার শিক্ষার্থী


সএসসি-২০২৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাচ্ছে ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি পাবে ৩ হাজার এবং সাধারণ বৃত্তি পাবে ২২ হাজার ৫০০ জন শিক্ষার্থী।

রবিবার (১৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। আদেশে বলা হয়, সাধারণ ৯টি শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোর্ডভিত্তিক বৃত্তির কোটা বণ্টন করা হয়েছে।


নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণসহ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি দেওয়া হবে। সাধারণ বৃত্তি কোটার সংখ্যা অনুযায়ী বোর্ড ভিত্তিক প্রতি উপজেলায় দুজন ছাত্র এবং দুজন ছাত্রী, মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানায় একজন ছাত্র ও একজন ছাত্রীকে কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে। 

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা ও এককালীন বাৎসরিক অনুদান পাবে ৯০০ টাকা। সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৩৫০ টাকা হারে ও বাৎসরিক এককালীন ৪৫০ টাকা প্রাপ্য হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫