|
প্রিন্টের সময়কালঃ ২০ মে ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ণ

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেপ্তার


রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেপ্তার


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর মাটিকাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
 

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনাক্যাম্প এই অভিযান পরিচালনা করে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে গ্যাংটির ওপর নজরদারি করা হচ্ছিল।
 

অভিযান চলাকালে আনুমানিক ভোর ৫টার দিকে গ্যাং সদস্যরা সেনাবাহিনীর টহলদলের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাসদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হয়ে গ্রেপ্তার হয়।
 

অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলবার, ২৮ রাউন্ড গুলি এবং বিভিন্ন সরঞ্জাম।
 

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। আইএসপিআর আরও জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। যেকোনো অপরাধমূলক তৎপরতার তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫