|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ০৪:০৬ অপরাহ্ণ

শিক্ষার্থীদের আন্দোলন: ফলাফল সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ


শিক্ষার্থীদের আন্দোলন: ফলাফল সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ


ঢাকা প্রেস নিউজ

 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে ক্ষুব্ধ হয়ে ৫ শতাধিক শিক্ষার্থী বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে প্রবেশ করেছেন। ফলাফল পুনরায় প্রকাশ এবং ত্রুটি সংশোধনের দাবিতে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন।
 

দুপুর ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা "আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই", "উই ওয়ান্ট জাস্টিস", "মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই" সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
 

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, ফলাফল ম্যাপিংয়ের মাধ্যমে তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এতে ব্যাপক অনিয়ম ও বৈষম্য ঘটেছে। তারা দাবি করেন যে, সবগুলো বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হোক এবং এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই ম্যাপিং করা হোক।
 

সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আলোচনার জন্য অনুরোধ জানান এবং তাদের স্লোগান বন্ধ করার আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫