এলপিজিতে ভ্যাট কমানোর সুপারিশ জ্বালানি মন্ত্রণালয়ের
সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ থাকার প্রেক্ষাপটে এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমানোর সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো এক চিঠিতে এ সুপারিশ জানানো হয়।
চিঠিতে আমদানিকৃত এলপিজির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার এবং দেশীয় পর্যায়ে উৎপাদিত এলপিজির ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত ভ্যাট পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমতে পারে এবং বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে।
সূত্র জানায়, এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এর আগে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখে ব্যবসায়ীরা। ফলে খুচরা পর্যায়ে দোকানগুলোতে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।
এ পরিস্থিতিতে হোটেল ও রেস্তোরাঁগুলো বিকল্প উপায়ে রান্নার ব্যবস্থা করলেও বহু বাসাবাড়িতে চুলা জ্বলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা এবং জ্বালানি সংকটে একপ্রকার জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬