আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতোমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করছি। পুলিশের নিচের সারির সদস্যদের কর্মপরিবেশ, থাকার জায়গা ও খাওয়ার ব্যবস্থার উন্নয়নের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। একই বিভাগের ভেতরেই তাদের পদায়ন করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে, যাতে তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন এবং ছুটির দিনগুলো সঠিকভাবে উপভোগ করতে পারেন।"
পদায়নের পরেও কিছু পুলিশ সদস্য নতুন কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এমন ঘটনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের মিছিল ও সভা-সমাবেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “আওয়ামী লীগ যেন কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে, সে বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “পুলিশের নিষ্ক্রিয়তার কারণে যদি মিছিল হয়, তবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫