|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৩ ০১:৪৬ অপরাহ্ণ

রামেক হাসপাতালে ভুয়া ডাক্তার গ্রেপ্তার


রামেক হাসপাতালে ভুয়া ডাক্তার গ্রেপ্তার


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মো. সামিনুর রহমান (২০) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় চিকিৎসকের পোশাক পরে হাসপাতালের জরুরি বিভাগের ড্রেসিং রুমে ইন্টার্নি ডাক্তার পরিচয়ে রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণার সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে।

সামিনুর নগরীর উপর ভদ্রা, বোয়ালিয়া থানা এলাকার রাশেদুর রহমানের ছেলে বলে জানিয়েছে রাজপাড়া থানা পুলিশ। 

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় চিকিৎসকের পোশাক পরে হাসপাতালের জরুরি বিভাগের ড্রেসিং রুমে ইন্টার্নি ডাক্তার পরিচয়ে রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণার সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে আচরণ সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করে কর্তৃপক্ষ হাসপাতাল পুলিশের কাছে তাকে তুলে দেয়।

গ্রেপ্তার সামিনুর দাবি করেছে, সে হাসপাতালটির মেডিসিন ওয়ার্ডগুলোতে বিভিন্ন সময় রোগীর বিভিন্ন টেস্ট দিত এবং বাইরের ক্লিনিকে যাওয়ার জন্য জোর জবরদস্তি করতো। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫