|
প্রিন্টের সময়কালঃ ০১ মে ২০২৫ ০৭:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ০৪:৫৮ অপরাহ্ণ

ইজতেমা যথাসময়ে হবে, সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা


ইজতেমা যথাসময়ে হবে, সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ
 

স্বাস্থ্য উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এবারের বিশ্ব ইজতেমা যথাসময়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, ইজতেমা সংক্রান্ত সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে এসব মন্তব্য করেন তিনি।
 

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ইজতেমাকে কেন্দ্র করে যে সহিংসতা ঘটেছে, তা নিয়ে তদন্ত চলছে। তিনি জানান, সাদ ও জুবায়ের দুই পক্ষই তাদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিল। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তারা শাস্তির আওতায় আসবে। এসব সহিংসতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
 

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ প্রস্তুত রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য। ১৮৫ জন পুলিশ সদস্য কাজে যোগ দেয়নি, যা মোট পুলিশ সদস্যের একটি নগণ্য সংখ্যা। বাকি সদস্যরা সম্পূর্ণ কার্যকরী অবস্থায় রয়েছে এবং অন্যান্য সশস্ত্র বাহিনী যেমন র‍্যাব এবং বিজিবি প্রস্তুত রয়েছে। ফলে, নির্বাচনসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কোনো অসুবিধা হবে না।
 

সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫