|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ

কাবিননামায় জালিয়াতির ঘটনায় কুড়িগ্রামে কাজী গ্রেফতার


কাবিননামায় জালিয়াতির ঘটনায় কুড়িগ্রামে কাজী গ্রেফতার


ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বিয়ের কাবিননামায় আড়াই লাখ টাকার দেনমোহরকে জালিয়াতির মাধ্যমে সাড়ে বারো লাখ টাকায় পরিবর্তনের অভিযোগে এক কাজীকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) গ্রেফতারকৃত কাজী জাকির হোসেনকে (৫০) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নাড়িকেলবাড়ি পশ্চিম ছড়ারপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে নূহনজিউল্লাহ (৩২) এবং ধামশ্রেনী ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে নাদিরা আনজুম নিহার (২০) মধ্যে ২০২৩ সালে বিয়ে সম্পন্ন হয়। দেনমোহরের পরিমাণ নিয়ে শুরুতে ১৫ লাখ টাকা দাবি করা হলেও সমঝোতার ভিত্তিতে ২ লাখ ৫১ হাজার টাকায় বিয়ে সম্পন্ন হয়।

 

বিয়ের দুই দিন পর নূহনজিউল্লাহর শ্বশুর নজরুল ইসলাম তার মেয়ে নিহাকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে স্ত্রীকে আনতে গেলে শ্বশুরপক্ষ জানান, তারা মেয়েকে আর সংসারে পাঠাবেন না। এরই মধ্যে কাজী জাকির হোসেনের সহায়তায় কাবিননামায় জালিয়াতি করে দেনমোহরের টাকার পরিমাণ ১২ লাখ ৫১ হাজার টাকা দেখানো হয়।

 

দীর্ঘদিন পর কাবিননামা হাতে পেয়ে নূহনজিউল্লাহ জালিয়াতির বিষয়টি বুঝতে পারেন এবং জেলা রেজিস্ট্রারের কাছে অভিযোগ করেন। তদন্তের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় নূহনজিউল্লাহ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কাজী জাকির হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ জিল্লুর রহমান জানান, কাজী মাওলানা মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫