|
প্রিন্টের সময়কালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০১:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ জুন ২০২৩ ০৩:৫২ অপরাহ্ণ

ফিলিপাইনে ৬.২ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প


ফিলিপাইনে ৬.২ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প


ফিলিপাইনে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ ভূমিকম্প পরবর্তী ভূমিকম্প এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছে। খবর এএফপি’র।

ভূমিকম্পটি রাজধানী ম্যানিলা থেকে প্রায় তিন ঘণ্টার পথ দূরে সমুদ্র তলদেশের ১২৪ কিলোমিটার গভীরে সকাল ১০ টার দিকে আঘাত হানে। ক্যালাতাগান পৌরসভা পুলিশ প্রধান এমিল মেন্ডোজা বলেন, ভূমিকম্পের ঘটনায় তিনি ও তার কর্মীরা ঘরের বাইরে ছুটে আসেন। ম্যানিলাসহ দেশটির জনবহুল কেন্দ্রেও এ ভূমিকম্প অনুভূত হয়।


মেন্ডোজা এএফপি’কে বলেন, ‘ভূমিকম্পটি অনেক শক্তিশালী ছিল। এতে আমরা ভয়ে দ্রুত বাইরে চলে আসি।’ তিনি আরও বলেন, ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে এর প্রভাব খতিয়ে দেখার জন্য দুর্যোগ কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্যালাতাগানের দুর্যোগ কর্মকর্তা রোনাল্ড টরেস জানান, ভূমিকম্পটি ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ এক মিনিট স্থায়ী ছিল। ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবন থেকে লোকজন বাইরে বেরিয়ে আসে।

বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের তথ্য কর্মকর্তা দিয়েগো মারিয়ানো জানান, কর্তৃপক্ষ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। তবে ‘এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫