গফরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ইং প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
আসন্ন এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আজ ৭ এপ্রিল সোমবার সকাল ১১টা গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গফরগাঁও ও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার বৃন্দ, কেন্দ্রসচিব ও হল সুপারগণ, পিডিবি ও পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাগণসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ নকলমুক্ত, সুন্দর পরিবেশে অনুষ্ঠানের সকলে অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫