|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ ছাত্র হত্যাচেষ্টা মামলায় ইউপি মেম্বার গ্রেপ্তার


নারায়ণগঞ্জ ছাত্র হত্যাচেষ্টা মামলায় ইউপি মেম্বার গ্রেপ্তার


ঢাকা প্রেস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বর রশিদ (৫০)কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

সোমবার, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট বাইপাস মোড় এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রশিদ ১৯ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় ছাত্র আন্দোলনের কর্মসূচিকে প্রতিহত করতে ছাত্র-জনতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণের ঘটনায় জড়িত ছিলেন। এই ঘটনায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা রয়েছে। রশিদের বিরুদ্ধে রাজশাহীর পবা থানা এবং নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা থানায়ও একাধিক মামলা রয়েছে।

 

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত রশিদ ফতুল্লার বক্তাবলী গোপালনগর এলাকার আজগর আলীর ছেলে এবং হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি।

 

নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন ইউপি মেম্বরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাটি ছাত্র আন্দোলনে হিংসার ব্যবহার এবং রাজনৈतिक প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়টি আবারো উঠে এসেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫