|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুলাই ২০২৫ ০৫:৪৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৫ ০১:০৯ অপরাহ্ণ

খাগড়াছড়িতে অপহরণের ১২ দিন পর মাদরাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩


খাগড়াছড়িতে অপহরণের ১২ দিন পর মাদরাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩


মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-

 
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের দুর্গম বুদংপাড়া এলাকা থেকে অপহরণের ১২ দিন পর অর্ধগলিত অবস্থায় মাদরাসাছাত্র মো. সোহেল (১৪)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল দল। নিহত সোহেলের হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।

বুধবার (১৬ জুলাই) বিকেলে ছদুরখীল ওয়ার্ডের এক ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোহেল ছদুরখীল এলাকার বাসিন্দা রাবেয়া আক্তার ও আবদুল জলিল দম্পতির একমাত্র সন্তান এবং গোরখানায় শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরের পর স্থানীয় কৃষক অংগ্যজাই মারমা জমিতে কাজ করতে গিয়ে পাশের ছড়ায় লাশটি দেখতে পান। খবর পেয়ে যৌথবাহিনী গিয়ে লাশটি উদ্ধার করে।

এর আগে, গত ৪ জুলাই রাতে নিজ বাড়ি ফেরার পথে ছদুরখীল এলাকা থেকে সোহেল নিখোঁজ হয়। পরে অজ্ঞাত অপহরণকারীরা তার নানার মোবাইলে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় ১১ জুলাই সোহেলের নানা আবদুর রহিম গফুর আনসার থানায় অপহরণ মামলা দায়ের করেন। প্রযুক্তির সহায়তায় পুলিশ ও সেনাবাহিনী তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন—কসমকার্বারি পাড়ার সম্বু কুমার ত্রিপুরা (৩৬), গোরখানা এলাকার মো. মাঈন উদ্দিন (২১) ও মো. ইয়াছিন মিয়া (২৮)। জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও সোহেলের অবস্থান জানাতে পারেনি। পরে ১২ জুলাই তাদের আদালতে পাঠানো হয়।

ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া ফেলেছে। পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের কারণ উদ্ঘাটন এবং বাকি জড়িতদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫