বন্দর থানা প্রেসক্লাবের ইফতার মাহফিলে গর্বের বার্তা

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
বন্দর থানা প্রেসক্লাবের উদ্যোগে গত ১৯ মার্চ, বুধবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু এবং ব্যবস্থাপনায় ছিলেন সহ-সভাপতি মো. কবির হোসেন।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ খান, সহ-সভাপতি মো. আনোয়ারুল হক, নজরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, যুগ্ম সম্পাদক শাকির আহমেদ বাপ্পী, সহ-সাধারণ সম্পাদক মো. সুমন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, অর্থ সম্পাদক নূর এ আজাদ, সাংস্কৃতিক সম্পাদক মিতু মোরশেদ এবং সদস্য ডি এম মাইনুদ্দিন, মনির হোসেন, আল আমিন জাহান মুন্সী, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, আকরাম হোসেন, মো. পায়েল, তাহসিন আহমেদসহ অন্যান্য সদস্যরা।
সভাপতির বক্তব্যে সাব্বির আহমেদ সেন্টু বলেন, স্বচ্ছ সাংবাদিকতার গুরুত্ব আজও সমাজে অপরিসীম। যারা সাংবাদিকতাকে শুধুমাত্র একটি পরিচয়ের ঢাল হিসেবে ব্যবহার করেন, তারা সময়ের সঙ্গে হারিয়ে যান। অপসাংবাদিকতা কখনো সমাজের কল্যাণ বয়ে আনে না। তিনি আরও বলেন, “বন্দর থানা প্রেসক্লাবের সাংবাদিকরা কেউ ধূমপান করেন না—এটি আমাদের জন্য গর্বের বিষয়।” ভালো মানসিকতা ও নৈতিক মূল্যবোধের কারণেই প্রশাসন, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে আমাদের ক্লাব সম্মান পেয়ে আসছে।
উক্ত ইফতার মাহফিলের মাধ্যমে প্রেসক্লাবের সদস্যরা পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করেন এবং স্বচ্ছ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫