|
প্রিন্টের সময়কালঃ ১০ ডিসেম্বর ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ ডিসেম্বর ২০২৫ ০১:৪৮ অপরাহ্ণ

বিদেশি নির্মাতা-শিল্পীদের সঙ্গে বিচারক প্যানেলে আফসানা মিমি


বিদেশি নির্মাতা-শিল্পীদের সঙ্গে বিচারক প্যানেলে আফসানা মিমি


ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ) ২০২৬-এ ‘ওমেন ফিল্মমেকারস’ বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। আগামী ১০ জানুয়ারি ঢাকায় শুরু হচ্ছে ৯ দিনব্যাপী এই উৎসব।
 

আফসানা মিমির সঙ্গে এই বিভাগের বিচারক প্যানেলে থাকছেন যুক্তরাজ্যভিত্তিক ক্রোয়েশীয় নির্মাতা আলেকজান্দ্রা মার্কোভিচ, ইরানি-অস্ট্রেলীয় শিল্পী রোনাক তাহের, ফিলিপাইনের অভিনেত্রী জেরাল্ডিন ভিলামিল ও প্যারিসভিত্তিক মার্কিন নির্মাতা ম্যারিয়ন স্ট্যান্ডেফার। প্যানেলে মিমির অবস্থানকে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
 

এবারের উৎসবে ৯১টি দেশের ২৬৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্যে আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ উৎসবটি আয়োজন করছে। উৎসবের গুরুত্বপূর্ণ আঙ্গিক হিসেবে থাকছে চলচ্চিত্রে নারীর ভূমিকা নিয়ে ১২তম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স। ১১ ও ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এই সম্মেলনে বিভিন্ন দেশের নারী নির্মাতা ও গবেষকরা অংশ নেবেন।
 

সাথে ঘোষণা করা হয়েছে স্পিরিচুয়াল ফিল্মস বিভাগের বিচারক প্যানেলও। এই বিভাগে বিচারক হিসেবে থাকছেন বাংলাদেশের লেখক ও প্রযোজক তানভীর হোসেন, সুইজারল্যান্ডের প্রজেক্ট ম্যানেজার তেরেসা ভিনা, ব্রাজিলের অডিও ভিজ্যুয়াল আর্টিস্ট ও ফটোগ্রাফার মিলিনা কোয়ারজ, জার্মান নির্মাতা দারিয়া সিলফস্টিন এবং ইরানের প্রযোজক এহসান কাভেহ।
 

ওমেন ফিল্মমেকারস ও স্পিরিচুয়াল ফিল্মসসহ মোট ১০টি বিভাগে অনুষ্ঠিত হবে এবারের উৎসব। অন্যান্য বিভাগ হলো—বাংলাদেশ প্যানোরমা, এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস এবং শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস।
 

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলো প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫