বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলার টিকিট পেল টাংগাইলের সৃষ্টি একাডেমিক স্কুল।

সোহাগ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি,টাংগাইল:-
প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেটে লিগে বিভাগীয় পর্যায়ে আজ আজ ১৬ মার্চ, রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে।এতে ২ উইকেটে হেরে রানার্সআপ হয় টাংগাইলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি একাডেমিক স্কুল।ঢাকা জেলার সাথে হেরেও তারা জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলো। ফাইনাল জিতে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় ঢাকা জেলা। এর আগে সেমিফাইনালে ময়মনসিংহের মুকুল বিদ্যা নিকেতনকে হারিয়ে সৃষ্টি একাডেমিক স্কুল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এবং ঢাকা নর্থ চ্যাম্পিয়ন হয়। আগামী ইদ-উল-ফিতরের পর ৮টি বিভাগের ৮টি দলকে নিয়ে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশীপ যেখানে অংশ নেবে সৃষ্টি একাডেমিক স্কুল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫