পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী সঞ্চয় ব্যাংক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে অফিস সহায়ক ও নিরাপত্তাপ্রহরী পদে মোট ৫৬৪ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, ৫৬৪ জনের মধ্যে অফিস সহায়ক পদে ৪৯২ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ৭২ জন নেওয়া হবে। অফিস সহায়ক পদে আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে। এ পদে নিয়োগ পেলে বেতন হবে ২০তম গ্রেডে।
নিরাপত্তাপ্রহরী পদে আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এ পদে নিয়োগ পেলে বেতন হবে ২০তম গ্রেডে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১০০ টাকা টেলিটক নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ২০ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫