|
প্রিন্টের সময়কালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৬ অপরাহ্ণ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ পেশাদারিত্বের প্রমাণ দেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ পেশাদারিত্বের প্রমাণ দেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ পুলিশ আসন্ন জাতীয় নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার মাধ্যমে আস্থা অর্জন করবে। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কোনো দলের হয়ে কাজ করবেন না, নিজেকে রাজনৈতিক দলের কর্মী ভাববেন না। আইন মেনে, ধৈর্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে দায়িত্ব পালন করতে হবে।”
 

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

পুলিশের নিরপেক্ষ ভূমিকা জোরদার

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত নির্বাচনগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ এবার এমন এক নজির স্থাপন করবে যা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেভাবে তারা সুনাম অর্জন করেছে, তেমনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনেও সেই দক্ষতা প্রমাণ করতে সক্ষম হবে।
 

তিনি আরও জানান, নির্বাচনের আগে লটারির মাধ্যমে বদলি ও পোস্টিং দেওয়া হবে। নির্বাচনী প্রশিক্ষণ পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস বাড়াবে, সক্ষমতা জোরদার করবে এবং পেশাদার মানসিকতা গড়ে তুলবে।
 

বিশেষ অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বলেন, জুলাই-আগস্টের পর পুলিশে যে পরিবর্তন এসেছে, তার প্রমাণ হবে আগামী জাতীয় নির্বাচন। তিনি প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে গুরুত্ব আরোপ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনী পরিবেশ উৎসবমুখর হবে।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. নাসিমুল গণি বলেন, জনগণকে নিরাপদ রাখা এবং পুলিশের হারানো সম্মান পুনরুদ্ধার করা পুলিশের দায়িত্ব। তিনি পুলিশ সদস্যদের আহ্বান জানিয়ে বলেন, “দেশবাসীকে যেন আমরা একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।”
 

আইজিপির বার্তা

সভাপতির বক্তব্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম জানান, নির্বাচনের সময় দেড় লাখ পুলিশ সদস্য মাঠে থাকবেন। তাদের প্রতিটি কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে মূল্যায়িত হবে। তিনি বলেন, “নির্বাচনের সময় নানা চাপ ও চ্যালেঞ্জ আসে। কিন্তু পুলিশের শপথ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং জনগণের আস্থা বজায় রাখা। কোন অবস্থাতেই পক্ষপাতিত্ব করা যাবে না।”
 

তিনি সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান এবং বলেন, প্রশিক্ষণে শেখা কৌশল কাজে লাগাতে হবে এবং সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।
 

অনুষ্ঠানের অন্যান্য দিক

অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন। নির্বাচনী পরিবেশ ও দায়িত্ব পালনের গুরুত্ব নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। উল্লেখযোগ্যভাবে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ এবারই প্রথম এ ধরনের নির্বাচনী প্রশিক্ষণের আয়োজন করেছে।

সূত্র: ডিএমপি নিউজ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫