|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুলাই ২০২৫ ০৪:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৫ ০৩:৩৯ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 


চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 


মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 




সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থতির অবনতি ষড়যন্ত্র মূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

১৫ই জুলাই (মঙ্গলবার) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বিকাল ৪:৩০মি: জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে পুনরায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাপ্ত ঘোষণা করে।জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল টি বের করা হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক মোহা: জামিউল হক সোহেল, সদস্য সচিব মো: বাবর আলী রোমান, যুগ্ন আহবায়ক জানিবুল হক জোসিসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

এ সময় বক্তারা বলেন, দেশ যখন নির্বাচনের দিকে আগাচ্ছে ঠিক সেই সময় কিছু কুচক্রী মহল দেশকে অস্থীতিশীল করার চেষ্টা করছে। বর্তমান সরকারের প্রশাসন ঠিক ভাবে কাজ করছে না বলে দেশে অস্থীতিশীল তৈরি হচ্ছে এবং সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫