|
প্রিন্টের সময়কালঃ ১০ জানুয়ারি ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৫ ০১:২৭ অপরাহ্ণ

কুষ্টিয়ায় জামায়াত ইসলামের জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথি ডা:শফিকুর রহমান।


কুষ্টিয়ায় জামায়াত ইসলামের জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথি ডা:শফিকুর রহমান।


ঢাকা প্রেস
আরিফুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-

 

কুষ্টিয়ায় অনুষ্ঠিত  হলো বাংলাদেশ জামায়াত  ইসলামের জেলা কর্মী সম্মেলন। 
 

আজ ৪ জানুয়ারী শনিবার জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার এবং পৌর আমীর মো. এনামুল হকের সঞ্চালনায় কুষ্টিয়া  সরকারি কলেজ মাঠে সকাল ১১ টায় এই বিশাল সম্মেলনের আয়োজন করা হয়।
 

এতে যোগ দেয় কুষ্টিয়া  জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতা-কর্মীরা।  বেলা বাড়তে থাকলে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে চোখে পড়ার মত।
 

এই জেলা কর্মী সম্মেলনে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যুব সমাজকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়বো।
 

তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন আওয়ামীলীগের আমলে চাঁদাবাজি,খুন,গুমের শিকার হয়েছে দলীয় নেতাকর্মীরা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাসী দেয়া ও জেল দেয়া হয়েছে।
 

তারা উন্নয়নের বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে,গড়ে তুলেছে বেগম পাড়া, তিনি আরো বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে আমরা এমন একটা জাতি গড়বো; তখন ইনশাআল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে কোথাও চাকরির জন্য যাবে না যেভাবে ১৭৫৭ সালের আগে বিশ্বের মানুষ এদেশে আসতো চাকরির জন্য। এই দেশ আবার সেই গৌরব ফিরে পাবে।
 

জামায়াতে ইসলামী  আমীর ডা. শফিকুর রহমান ‘মদিনা সনদ’ এর মাধ্যমে দেশ পরিচালনার অতীত ইতিহাস  উল্লেখ্য করে বলেন, আল্লাহর সংবিধান ‘মদিনা সনদ’ সবাইকে সমঅধিকার দিয়েছে। আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে ‘মদিনা সনদ’। ‘মদিনা সনদ’ এর এক থেকে পাঁচ নম্বর ধারা পর্যন্ত প্রত্যেকটি ধারায় মানুষের অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোন নাগরিকের অধিকার বিভক্ত করা যাবে না। 
 

ইসলাম ধর্মে কারোর ওপর জুলুম চালানোর সুযোগ নেই। সকল ধর্মের নাগরিক নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। বাইরে থেকে যদি আক্রমণ করা হয় মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা। আমরা সেই বাংলাদেশ চাই।
 

এছাড়া উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান।
 

এছাড়া আরো বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, ড. আলমগীর বিশ্বাস, মাওলানা আবদুল মতিন, ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মোহাম্মদ আবু বক্কর, পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল, মেহেরপুর জেলা আমীর, তাজউদ্দিন খান, মাগুরা জেলা আমীর এবিএম বাকের, চুয়াডাঙ্গা জেলা আমীর এডভোকেট রুহুল আমীন, রাজবাড়ী জেলা আমীর এডভোকেট নুরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরান হোসাইন


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫