সাতক্ষীরায় মাছ ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল: দুই নারী প্রতারক আটক

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ-
সাতক্ষীরা শহরে এক মাছ ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে দুই নারী প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পেছন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার মুজিবুর রহমানের মেয়ে জোসনা খাতুন (২৬) এবং আশাশুনি উপজেলার গোনাকরকাটি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে মুন্নি (২৫)। দুজনই স্বামী পরিত্যক্তা এবং বর্তমানে সাতক্ষীরা শহরের একাডেমী মসজিদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।
ভুক্তভোগী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান জানান, জোসনা খাতুন এক সময় তার বাড়িতে ভাড়াটিয়া ছিলেন এবং মাঝে মাঝে মাছ বাকিতে নিতেন। তার কাছে ১৩০০ টাকা পাওনা ছিল। ওই টাকা দেওয়ার কথা বলে রোববার বিকালে তাকে বাসায় ডাকেন জোসনা। বিকেল সাড়ে ৫টার দিকে একাডেমী মসজিদের পাশে জোসনার বাসায় গেলে, তিনি প্রথমে সোফায় বসতে দেন। কিছুক্ষণ পর ৮-১০ জন যুবক হঠাৎ করে এসে তাকে মারধর শুরু করে এবং হাত বেঁধে তার কাছে ২ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে ৫০ হাজার টাকায় সমঝোতার চেষ্টা করে চক্রটি।
ভয়ে ও হুমকির মুখে পড়ে মিজান তার শালা নুরুকে ফোন করে টাকা নিয়ে আসতে বলেন। নুরু ৩৫ হাজার টাকা নিয়ে আসলে, প্রতারক দলের একজন তার কাছ থেকে টাকা নিয়ে মিজানকে ছেড়ে দেয়। ঘটনার পর মিজান থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ওই দুই নারীকে আটক করে।
মিজানুর রহমান আরও জানান, এই দুই নারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা শহরের সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে আসছে। তিনি এই চক্রের সব সদস্যকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫