|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ জুলাই ২০২৪ ০১:২৪ অপরাহ্ণ

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ কবে, কখন?


প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ কবে, কখন?


চলমান প্যারিস অলিম্পিকে ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। তবে কোয়ার্টারে কঠিন প্রতিপক্ষই পেয়েছে তারা। দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সের বিপক্ষে লড়তে হবে হাভিয়ের মাসচেরানোর শিষ্যদের। ‘এ’ গ্রুপে ফ্রান্স গ্রুপ-সেরা হলেও ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা হয়েছে দ্বিতীয়। পদকের মঞ্চে পা রাখার আগেই তাই দুই দলের একটিকে ছিটকে পড়তে হবে।

 

কোয়ার্টার-ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্সের। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা আর্জেন্টিনা-ফ্রান্স এবার প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি। শুক্রবার (০২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

 

প্রথম ম্যাচে মরক্কোর কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা হারায় ইরাককে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গালে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। গোল-পার্থক্যে এগিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো কোয়ার্টার ফাইনালে লড়বে ‘এ’ গ্রুপের দ্বিতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে। ‘বি’ গ্রুপের দ্বিতীয় হাভিয়ের মাসচেরানোর আর্জেন্টিনা লড়বে ‘এ’ গ্রুপের সেরা থিয়েরি অঁরির ফ্রান্সের সঙ্গে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫