|
প্রিন্টের সময়কালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৩ অপরাহ্ণ

চলতি বছর চালু হচ্ছে চারটি ক্যান্সার হাসপাতাল


চলতি বছর চালু হচ্ছে চারটি ক্যান্সার হাসপাতাল


ঢাকা প্রেস নিউজ

 

চলতি বছরে দেশে চারটি ক্যান্সার হাসপাতাল চালু হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি জানান, এই চারটি হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্রুত আমদানি করা হবে।
 

শনিবার (১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জনসংখ্যাভিত্তিক ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশকালে এসব তথ্য জানান তিনি।
 

ডা. মো. সায়েদুর রহমান বলেন, “নিত্যনতুন জ্ঞান অর্জন করতে গবেষণার বিকল্প নেই। বিএসএমএমইউ থেকে সেই গবেষণা পরিচালনা করা উচিত, যা রোগীদের কল্যাণে কাজে আসে। দেশের মানুষের উপকারে আসবে এমন গবেষণায় সরকারের সহায়তা অব্যাহত থাকবে।”
 

তিনি আরও বলেন, “গণমানুষের জন্য পরিচালিত বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল কোথায় ছাপা হয়, তা জানানো প্রয়োজন। গবেষণাকে মানুষের কল্যাণে নিবেদিত হতে হবে।”
 

এ সময় তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলিতভাবে গবেষণা এগিয়ে নিতে পারে, তবে তা সাংঘর্ষিক হতে পারে। তাই প্রয়োজনে সাবেক শিক্ষার্থী এবং জনগণের কাছ থেকে অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহের ওপর জোর দিতে হবে।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, “গণআকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে পরিচালিত গবেষণার জন্য কোনো ফান্ডের অভাব হবে না। বিএসএমএমইউর উদ্যোগে পরিচালিত জনসংখ্যাভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রির তথ্য দেশের মানুষের ক্যান্সার প্রতিরোধ, প্রতিকার ও রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে এটি বাংলাদেশের ক্যান্সার সম্পর্কিত গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।”
 

গবেষণা ফলাফল তুলে ধরেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান। তিনি জানান, দেশে ৩৮ ধরনের ক্যান্সারের রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে প্রতি লাখে ১০৬ জন ক্যান্সারে আক্রান্ত। ৯৩ শতাংশ রোগী বয়স ১৮ থেকে ৭৫ বছরের মধ্যে এবং ক্যান্সার রোগীদের মধ্যে ২.৪ শতাংশ শিশু রয়েছে। ৭৫ বছর বয়সের বেশি ৫.১ শতাংশ রোগী আক্রান্ত।
 

গবেষণায় আরও জানা যায়, দেশে ৫টি প্রধান ক্যান্সারের মধ্যে রয়েছে স্তন, মুখ, পাকস্থলী, শ্বাসনালি এবং জরায়ু মুখের ক্যান্সার। পুরুষদের মধ্যে প্রধান ক্যান্সারগুলো হলো শ্বাসনালি, পাকস্থলী, ফুসফুস, মুখ এবং খাদ্যনালী। নারীদের মধ্যে প্রধান ক্যান্সারের মধ্যে রয়েছে স্তন, জরায়ু মুখ, মুখ, থাইরয়েড এবং ওভারি ক্যান্সার। পুরুষদের ৭৫.৮ শতাংশ ক্যান্সার রোগী ধূমপায়ী এবং ৪০.৫ শতাংশ জর্দা বা তামাক সেবনকারী। নারীদের মধ্যে ৬০.৬ শতাংশ ক্যান্সার রোগী ধূমপান বা তামাক সেবন করেন। ৪৬ শতাংশ রোগীর ক্যান্সারের সঙ্গে ই-তামাক সেবনের সম্পর্ক রয়েছে।
 

চিকিৎসা সম্পর্কে গবেষণায় জানা যায়, ক্যান্সার আক্রান্ত ৬০ শতাংশ রোগী কম্বাইন্ড চিকিৎসা নিয়েছেন, তবে ৭.৪ শতাংশ রোগী কোনো চিকিৎসা গ্রহণ করেননি। দেশে মোট মৃত্যুর ১২ শতাংশ ক্যান্সারে আক্রান্ত রোগীদের। মৃত্যুর মধ্যে শীর্ষে রয়েছে ফুসফুস, শ্বাসনালি এবং পাকস্থলীর ক্যান্সার। প্রতি বছর প্রতি লাখে ৫৩ জন নতুন ক্যান্সার রোগী শনাক্ত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫