|
প্রিন্টের সময়কালঃ ০৭ জুলাই ২০২৫ ০৮:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ

ভিটামিন বি-এর অভাবে কি সারাদিন মাথা ব্যাথাসহ শরীরিক দুর্বলতা হয়?


ভিটামিন বি-এর অভাবে কি সারাদিন মাথা ব্যাথাসহ শরীরিক দুর্বলতা হয়?


শরীরের অপরিহার্য উপাদানের একটি ভিটামিন বি। এটি শক্তি উৎপাদন, লোহিত রক্তকণিকা গঠন এবং ডিএনএ সংশ্লেষণে সাহায্য করে। ভিটামিন বি এর অভাবে শরীরে নানান রকমের জটিলতা দেখা দেয়। এর মধ্যে আছে, পেলাগ্রা, অ্যানিমিয়া এবং বেরিবেরির মত রোগ। ভিটামিন বি এর অভাব দেখা দিলে কিছু লক্ষণ প্রকাশ পায়, তবে বেশিরভাগ মানুষ সেটা বুঝতে পারেন না। আর এই সমস্যা থেকেই শরীরের জটিলতা বাড়তে থাকে। ভিটামিন বি-এর অভাব দেখা দিলে বেশ কিছু উপসর্গ প্রকাশ পেতে পারে। সেসব লক্ষণ নিয়ে চিকিৎসকরা কথা বলেছেন—

 

  • নিউরোট্রান্সমিটার এবং মস্তিষ্কের কার্যকারিতার উপর ভিটামিন বি এর প্রভাব রয়েছে। ফলে মানসিক সুস্থতার জন্য এই ভিটামিন অপরিহার্য। ভিটামিনটির অভাবে বিষণ্ণতা, বিরক্তি বা বিভ্রান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে।

  • ভিটামিন বি শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ঘাটতি দেখা দিলে ক্রমাগত ক্লান্তি এবং দুর্বলতা দেখা দিতে পারে। অপর্যাপ্ত বি ভিটামিনের মাত্রা রক্তাল্পতার কারণ হতে পারে। এর ফলে কোষে অক্সিজেন পরিবহন কমে যেতে পারে, যা সামগ্রিক ক্লান্তি এবং দুর্বলতার কারণ হতে পারে। 

  • ভিটামিন বি এর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো স্নায়ুতন্ত্রকে সাহায্য করা। এর অভাবের ফলে স্নায়ুর ক্ষতি হতে পারে। এতে হাত, পা বা শরীরের অন্যান্য অংশে অসাড়তা, কাঁপুনি বা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। 

  • অনেকের মুখের ঘা, জিহ্বায় কালশিটে বা গ্লসাইটিস (স্ফীত জিহ্বা) এর সমস্যায় নাজেহাল হয়ে যায়। এই সমস্যাগুলো মূলত ভিটামিন বি এর অভাবের হয়ে থাকে। 

  • কিছু ক্ষেত্রে ভিটামিন বি কমে গেলে দৃষ্টিশক্তিতে সমস্যা হতে পারে। অপটিক নিউরোপ্যাথি এমন একটি অবস্থা যেখানে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দৃষ্টিশক্তি ঝাপসা বা বিঘ্নিত হতে পারে, রঙ চিনতে অসুবিধা হতে পারে এবং গুরুতর ক্ষেত্রে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫