পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহযোগিতা চাইলেন ড. ইউনূস
ঢাকা প্রেস নিউজ
কানাডায় পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে কানাডা সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে এ অনুরোধ জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার একনায়কতন্ত্রের সঙ্গে যুক্ত অলিগার্ক, স্বজনপোষণকারী ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাচার করেছে, যার একটি অংশ টরেন্টোর কুখ্যাত বেগমপাড়ায় সম্পদ কেনার মাধ্যমে চলে গেছে। তারা জনগণের অর্থ চুরি করে সেখানে সম্পদ গড়েছে। এসব সম্পদ পুনরুদ্ধারে কানাডার সহযোগিতা প্রয়োজন। এটি আমাদের জনগণের অর্থ।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎকালে এর আগের আলোচনার কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশে আরও বেশি কানাডিয়ান বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত এবং আমরা চাই কানাডার কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক।
এছাড়াও তিনি উল্লেখ করেন, বর্তমানে অনেক বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করছেন, তাই কানাডার উচিত ঢাকায় একটি ভিসা অফিস স্থাপন করা।
এ সময় কানাডার হাইকমিশনার অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, কানাডা এই বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত। কানাডা সরকারের কাছে, অন্তর্বর্তী সরকার যাদের চিহ্নিত করবে, তাদের বিরুদ্ধে সম্পদ জব্দ এবং অর্থ ফেরত আনার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
তিনি আরও জানান, কানাডা বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী। শিগগিরই এক কানাডিয়ান মন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫