|
প্রিন্টের সময়কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩০ অপরাহ্ণ

তামিমের অভিযোগের জবাবে যা বললেন ক্রীড়া উপদেষ্টা


তামিমের অভিযোগের জবাবে যা বললেন ক্রীড়া উপদেষ্টা


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তার দাবি, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জয়ী করতে সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।
 

যদিও সরাসরি নাম উল্লেখ করেননি, তবে ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি। এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে দেশের একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলে নিজের অবস্থান স্পষ্ট করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, সরকারের কোনো হস্তক্ষেপ নেই, বরং সবকিছুই রুটিন কার্যক্রম অনুযায়ী চলছে।
 

আসিফ মাহমুদ বলেন,
‘সরকারের রুটিন কার্যক্রমকে যদি হস্তক্ষেপ বলা হয়, তাহলে আগে বুঝতে হবে সরকারের এখতিয়ার কতটুকু। এখতিয়ারের বাইরে কোনো কিছু করা হলে সেটাই হবে অবৈধ হস্তক্ষেপ। সে ক্ষেত্রে আপনারা আইনি ব্যবস্থা নিতে পারেন, প্রয়োজনে আইসিসিকেও জানাতে পারেন।’

 

অন্যদিকে তামিম ইকবাল স্পষ্ট করে জানান, তিনি শুধু একটি স্বচ্ছ নির্বাচন চান। তার ভাষায়,
‘আমি শুধু চাই নির্বাচন যেন সুষ্ঠু ও স্বচ্ছ হয়। জিতি বা হারি সেটা বড় বিষয় নয়, স্বচ্ছ নির্বাচনই আমার একমাত্র দাবি।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫