পঞ্চগড়ে কুকুর আতঙ্ক: ১৪ আহত

ঢাকা প্রেস
বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):-
পঞ্চগড় জেলা শহরে কুকুরের আক্রমণে নার্সসহ ১৪ জন আহত হয়েছেন। বুধবার রাতে জেলা শহরের বিভিন্ন এলাকায় একটি বা দুটি কুকুর অবাধে ঘুরে মানুষকে কামড়ে চলে। আহতদের পায়ে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবারই রেবিজের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
আক্রান্তরা জানান, কুকুরগুলো হালকা হলুদ ও সাদা এবং কালো সাদা রঙের ছিল। তারা রাস্তায় ঘুরে যে কারো পায়ে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যেত।
পৌরসভা সূত্রে জানা যায়, কুকুরগুলোকে ধরতে একটি দল গঠন করা হয়েছে। তারা জেলা শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫