ভূঞাপুরে ডাকাতদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-
টাঙ্গাইলের ভূঞাপুরে এক দল ডাকাতকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার রুলীপাড়া এলাকায় যমুনা নদীতে এই ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুরের পিংনা ঘাটে কাজ শেষ করে নৌকায় বাড়ি ফিরছিলেন কয়েকজন শ্রমিক। পথিমধ্যে ডাকাতেরা তাদের উপর আক্রমণ চালিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করে। শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ৫ জন ডাকাতকে আটকে ফেলে এবং তাদের উপর গণধোলাই চালায়। পরে রাত ১২টার দিকে তাদের ভূঞাপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতদের নাম হলো আরিফুল, রাসেল, বেল্লাল, মুকুল ও আছান আলী। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে বলে ভূঞাপুর থানার ওসি একে এম রেজাউল করিম জানিয়েছেন।
টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতি চেষ্টার সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫