|
প্রিন্টের সময়কালঃ ০২ মার্চ ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৩:০৪ অপরাহ্ণ

ফারুকী: জামিল আহমেদের কথাগুলোর সব কিছু সত্য নয়, কিছু সম্পূর্ণ মিথ্যা


ফারুকী: জামিল আহমেদের কথাগুলোর সব কিছু সত্য নয়, কিছু সম্পূর্ণ মিথ্যা


বিনোদন ডেস্ক:-

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করা সৈয়দ জামিল আহমেদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বক্তব্যে ফারুকী দাবি করেছেন, জামিল আহমেদের অভিযোগের সব কিছু সত্য নয়। কিছু বিষয় সম্পূর্ণ মিথ্যা এবং কিছু কিছু তাঁর ব্যক্তিগত হতাশা থেকে উঠে এসেছে।
 

ফারুকী বলেন, "আমি সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ। সম্ভবত উনার কাজ নিয়ে বাংলাদেশে যে সবচেয়ে বিস্তারিত লেখাটা প্রকাশিত হয়েছিল, সেটি আমি লিখেছিলাম। আমি এখনও তাঁকে বাংলাদেশের থিয়েটারের সবচেয়ে মেধাবী নির্দেশক মনে করি। কয়েকদিন আগে জামিল আহমেদের সামনেই একজন বিদেশি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি, যাতে উনি তাদের দেশে একটি থিয়েটার প্রোডাকশন করান।"
 

ফারুকী আরও যোগ করেন, "কিন্তু ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রে প্রতিষ্ঠান পরিচালনা করা দুটি আলাদা বিষয়। দ্বিতীয় কাজটি করতে ধৈর্য এবং ম্যানেজারিয়াল ক্ষমতা প্রয়োজন। কলিগদের বুলিং না করে, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করা যায়। আর সরকারি প্রতিষ্ঠানে কাজ করার জন্য যে কম্পোজার লাগে, সেটা এক থিয়েটার দল পরিচালনার টেম্পারামেন্টের সঙ্গে এক নয়। আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি, সরকারি প্রতিষ্ঠানে আমি তা করতে পারি না।"
 

জামিল আহমেদের পদত্যাগ প্রসঙ্গে ফারুকী বলেন, "আমি জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ এতে কিছু রেফারেন্স টানতে হবে যেগুলো তাঁর জন্য অস্বস্তিকর হবে। আমি তাঁকে শ্রদ্ধা করি, তাই শুরুতে এসব বলব না ভেবেছিলাম। তবে রেকর্ডের জন্য আমাকে এগুলো বলতে হচ্ছে। এখন আমাদের অনেক কাজ আছে, পরে সময় পেলে বিস্তারিত লিখব।"
 

ফারুকী বলেন, "এই পর্যন্ত বলি, উনার বলা অনেক কথাই পুরোপুরি সত্য নয়, কিছু বিষয় মিথ্যা এবং কিছু কিছু বিষয় তাঁর পরিস্থিতি মোকাবিলা না করতে পারার হতাশা থেকে এসেছে। আমার বিস্তারিত লেখা হয়তো তাঁকে বিব্রত করতে পারে, কিন্তু আমাকে এমন এক পরিস্থিতিতে দাঁড় করানো হয়েছে যেখানে সত্য বলাটা অপরিহার্য।"
 

এছাড়া, গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সৈয়দ জামিল আহমেদ পদত্যাগপত্র জমা দেন। মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ, যেখানে তিনি তাঁর পদত্যাগের বিষয়টি উল্লেখ করেন। মঞ্চে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন। পরবর্তীতে মঞ্চে এসে, অনেকেই তাঁর পদত্যাগের বিরোধিতা করেন। এসময় জামিল আহমেদ তাঁর অবস্থান ব্যাখ্যা করতে থাকেন এবং সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫