কক্সবাজারের বাঁকখালীতে উচ্ছেদে বাধা, তিন মামলায় আসামি ১,৬৫০

কক্সবাজার প্রতিনিধি:-
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনায় নতুন করে আরেকটি মামলা হয়েছে। এতে সর্বশেষ মামলাসহ তিনটি মামলায় মোট ১ হাজার ৬৫০ জনকে আসামি করা হয়েছে।
রোববার দুপুরে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে পোর্ট কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল বাদী হয়ে আওয়ামী লীগ ও ছাত্রদল নেতাসহ ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও এক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।
নতুন মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিনকে। এ ছাড়া আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শাহীনুল হক মার্শাল, জেলা মহিলা দলের সাবেক সভাপতি হুমায়রা, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক চেয়ারম্যান ও যুবদল নেতা হারুন রশিদসহ অনেকে।
ওসি ইলিয়াস খান জানান, উচ্ছেদ অভিযানের পঞ্চম দিনে শুক্রবার নুনিয়ারছড়া ও নতুন বাহারছড়ায় কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল প্রশাসনের। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ বিআইডব্লিউটিএ কর্মকর্তারা সেখানে গেলেও স্থানীয়দের তীব্র প্রতিরোধের মুখে অভিযান স্থগিত রাখতে হয়। সকালেই শহরের প্রধান সড়ক ও বিমানবন্দর সড়কে শত শত মানুষ বিক্ষোভ করে এবং বিমানবন্দর সড়কে ঠেলাগাড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় বুলডোজার ভাঙচুরের পাশাপাশি বিআইডব্লিউটিএ কর্মীদের ওপর হামলার চেষ্টা হয়।
তিনি আরও জানান, ওই ঘটনার পর রোববার বিআইডব্লিউটিএর কর্মকর্তা বাদী হয়ে নতুন মামলা করেন, যা পরে থানায় নথিভুক্ত হয়।
এর আগে ২ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযানে বাধা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করে মামলা হয়। পরদিন ৩ সেপ্টেম্বর আরও একটি মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৪০০ জনকে আসামি করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫