|
প্রিন্টের সময়কালঃ ২৪ মে ২০২৫ ১০:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মে ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ

আকমল আলী রোডে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন


আকমল আলী রোডে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):-

 

নগরীর ৩৯ নং ওয়ার্ডস্থ আকমল আলী রোড এলাকায় দারুস সুন্নাহ রওশনিয়া মহিলা মাদ্রাসায় জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় এবং মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ২৩ মে শুক্রবার সম্পন্ন হয়েছে।

 


 

চিকিৎসা সেবা ক্যাম্পাইনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস,সুন্নতে খৎনা , মেয়েদের নাক - কান ছেদন রোগ নির্ণয়ে ওজন‌ পরিমাপএবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র এবং অসহায় রোগীদের ঔষধ পত্র বিতরণ কর্মসূচি পালন করে।


এই উপলক্ষে এক প্রীতি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা জামায়াতের আমীর মোঃ আবু মোকারম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক,মোঃ এডভোকেট মোঃ শাহেদ, ডাঃ এ কে বিশ্বাস।


 




সংগঠক মোঃ আব্দুর রহিম বিশ্বাসের সভাপতিত্বে ও মাওঃ মোঃ আলমগীর হোসাইনের সঞ্চালনায়  সভায় আরো বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মোঃ আবুল হাশেম নোমান,গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডাঃ মোঃ সাইফুল ইসলাম , বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ সাহিদুল ইসলাম,প্রাচিকসের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কামাল উদ্দিন, ডাঃ মোঃ মেহেদী হাসান , দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মানবাধিকার সংগঠক ও এডভোকেট শিল্পী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিন ব্যাপী এলাকার ৩০০ মানুষ কে ফ্রি চিকিৎসা সেবা ও  ঔষধ পত্র প্রদান করা হয়েছে। 

প্রধান অতিথি আবু মোকারম বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই ধরনের মহতী উদ্যোগ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ও ইউনিট ভিত্তিক সমাজ উন্নয়ন পরিষদের মাধ্যমে আয়োজন প্রতিনিয়তই ‌বাস্তবায়ন করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫