|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৫ ০৫:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৪ অপরাহ্ণ

“শান্তির পক্ষে আমরা, কল্যাণের পথেই বিএনপি” — দক্ষিণ হালিশহরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধনে ইসরাফিল খসরু


“শান্তির পক্ষে আমরা, কল্যাণের পথেই বিএনপি” — দক্ষিণ হালিশহরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধনে ইসরাফিল খসরু


হোসেন বাবলা, চট্টগ্রাম (ঢাকা প্রেস):-

 

চট্টগ্রামের ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে দিপীকা সংঘ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের সপ্তমী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (সন্ধ্যা) মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চারদিনব্যাপী এ পূজা উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের সম্ভাব্য প্রার্থী ইসরাফিল খসরু।

 


 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিপীকা সংঘের সভাপতি অ্যাডভোকেট মোহন লাল মহাজন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, প্রবীণ বিএনপি নেতা মাহবুব এলাহী, নগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক শ্রী উত্তম কুমার শীলসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন দিপীকা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন কুমার দাশ, সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী উত্তম মহাজন নব, সুজন মজুমদার মনি, সুজন শীল এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
 

উদ্বোধনী বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, “বিএনপি সবসময় শান্তি ও কল্যাণের পক্ষে। অতীতের মতো ভবিষ্যতেও আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে।” তিনি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
 

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা কমিটিকে উপহার প্রদান করেন।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫