ভোলায় অস্ত্র ও বোমাসহ তিনজন আটক

ঢাকা প্রেস,ভোলা প্রতিনিধি:-
ভোলার দৌলতখানে দেশীয় অস্ত্র ও বোমাসহ তিন ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। অভিযানে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা এবং চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন মো. মফিজ মাল (৩৬), মো. মামুন মাল (২৮) এবং মো. শামীম মাল (১৯)। তারা সবাই ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের বাসিন্দা।
লে. কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা অস্ত্র ও বোমাগুলো আইনগত প্রক্রিয়ার আওতায় আনতে এবং আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫