শুনানি পেছাল ; খালেদা জিয়ার ১১ মামলার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। একইসঙ্গে আগামী ২৯ জুলাই দিন শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এসব মামলায় সোমবার খালেদা জিয়ার আদালতে হাজিরার দিন ধার্য ছিল।
কিন্তু অসুস্থতাজনিত কারণে আজ তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। খালেদা জিয়ার আইনজীবী সময় চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস্ সামছ জগলুল হোসেন তা মঞ্জুর করে শুনানির নতুন দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেন।
মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার দুটি এবং রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০টি মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫