|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৬:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জুলাই ২০২৪ ০৩:৪৮ অপরাহ্ণ

ফিলিস্তিনের সমর্থনে এবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে উঠে পড়েছেন বিক্ষোভকারীরা


ফিলিস্তিনের সমর্থনে এবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে উঠে পড়েছেন বিক্ষোভকারীরা


ফিলিস্তিনের সমর্থনে এবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে উঠে পড়েছেন বিক্ষোভকারীরা। ছাদে উঠে বিক্ষোভকারীরা লাগিয়েছেন ফিলিস্তিনের সমর্থনে ব্যানার। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে উঠে পড়েন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। তাদের সঙ্গে ছিল ব্যানার- যেখানে লেখা, নদী হোক বা সমুদ্র, ফিলিস্তিনের স্বাধীনতা একমাত্র চাহিদা।  


এদিন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে মোট চারজন ফিলিস্তিনপন্থী উঠেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় দেশটির পার্লামেন্ট ভবনে। ইতোমধ্যে দেশটির পার্লামেন্ট সদস্যরা ঘটনার নিন্দা জানিয়েছে। জানা যায়, চারজন বিক্ষোভকারী প্রায় এক ঘণ্টা পার্লামেন্টের ছাদে ছিলেন। তাদের একজনের হাতে ছিল একটি মেগাফোন। সেখান থেকে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছিলেন তিনি। 


পার্লামেন্টের বিরোধীপক্ষ প্রশ্ন তুলেছে, কীভাবে সমস্ত নিরাপত্তাব্যবস্থা ভেঙে এভাবে ছাদে উঠলেন বিক্ষোভকারীরা? সম্প্রতি ফিলিস্তিন প্রশ্নে অস্ট্রেলিয়ার এক সেনেটরকে বরখাস্ত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছিলেন।  


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫