দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ২৩ বছর বয়সী ট্রাক হেলপার মো. জসিম শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
নিহত জসিম শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানিয়েছেন, পাথালিয়ার ওই এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে আসা দ্রুতগামী অপর ট্রাকটি ওই ট্রাকটির পিছনে ধাক্কা দিলে জসিম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি ট্রাক আটক করে এবং নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫