|
প্রিন্টের সময়কালঃ ০৭ ডিসেম্বর ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৫ ০৯:২২ অপরাহ্ণ

ছাত্রশিবির-ছাত্রদলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাল্টাপাল্টি উত্তেজনা


ছাত্রশিবির-ছাত্রদলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাল্টাপাল্টি উত্তেজনা


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল মনোনীত প্যানেলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করা হয়েছে।

 

ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদল অর্থ বিতরণ করে ভোটার প্রভাবিত করছে। অন্যদিকে, ছাত্রদল অভিযোগ করেছে, শিবির উপহার ও খাবার বিতরণ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।
 

মঙ্গলবার দুপুরে ছাত্রশিবির মনোনীত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেয়। বিকেল সাড়ে চারটায় ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল পাল্টা অভিযোগ দাখিল করে।
 

ছাত্রদলের অভিযোগপত্রে বলা হয়েছে, শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ও সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে ভোটারদের উপহার ও খাবার বিতরণ করছেন, যা রাকসু নির্বাচনের আচরণবিধির পরিপন্থি এবং নির্বাচনের স্বাভাবিক পরিবেশে প্রভাব ফেলছে। তারা নির্বাচন কমিশনের কাছে প্রমাণস্বরূপ বিভিন্ন স্থিরচিত্রও সংযুক্ত করেছেন।
 

ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, “ছাত্রশিবির কালো টাকা ও বিভিন্ন উপহার দিয়ে ভোট প্রভাবিত করছে। আমরা আগে থেকেই এটি বন্ধ করার আহ্বান জানিয়েছি, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমরা প্রমাণসহ নির্বাচন কমিশনের কাছে বিষয়টি দাখিল করেছি।”
 

অন্যদিকে, ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ অভিযোগ করেছে, ছাত্রদল সমর্থিত প্রার্থীরা ক্লাসরুমে প্রচারণা চালাচ্ছেন, নির্ধারিত সময়ের বাইরে প্রচার করছেন এবং আরবি বিভাগের শিক্ষার্থীদের ভোট প্রভাবিত করতে পাঁচ হাজার টাকা বিতরণ করেছেন। এছাড়া, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটার নন ব্যক্তিরাও প্রচারণায় অংশ নিচ্ছেন।
 

জিএস পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, “ছাত্রদল পূর্বেও আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু আমরা অভিযোগ করিনি। এবার সবাইকে সমান সুযোগ দিতে লিখিত অভিযোগ দাখিল করেছি।”
 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, “দুটি পক্ষের অভিযোগপত্র পেয়েছি। বিষয়গুলো যাচাই-বাছাই করে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। আশা করি এ ধরনের ঘটনা আর ঘটবে না।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫