|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৪ অপরাহ্ণ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী আর নেই


সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী আর নেই


ঢাকা প্রেস নিউজ

 

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এম এম শওকত আলী ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। আজ রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে ফারাহাত শওকত।
 

তিনি জানান, প্রায় দুই বছর আগে শওকত আলী স্ট্রোক করেছিলেন এবং এরপর থেকে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ বাদ আছর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে, এবং পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
 

শওকত আলী ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর ১৯৬৪ সালে কিছুদিন সাংবাদিকতা করেন শওকত আলী। পরবর্তীতে তিনি ১৯৬৫ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। ১৯৬৬ সালে তৎকালীন সিভিল সার্ভিস অব পাকিস্তানে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে কর্মরত ছিলেন।
 

২০০১ সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর শওকত আলী গবেষক ও পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। তিনি কৃষি, খাদ্য, দারিদ্র্য বিমোচন, সুশাসন ও মানবাধিকার বিষয়ে নিয়মিত কলাম লিখতেন বিভিন্ন পত্রিকায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫