নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ৪ জন

বিশেষ প্রতিনিধি-নারায়ণগঞ্জ:-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনা থেকে শুরু হওয়া কথা কাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার রাতে দক্ষিণ কদমতলী এলাকার ডিএনডি লেকপাড়ে হৃদয়ের ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে অভিযান চালিয়ে পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন—মো. হৃদয় (৩০), মো. সাব্বির (১৮), মো. আতিক (২২) ও মো. আল-আমিন (২০)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নিহত রায়হান তার বাবার সঙ্গে এসি সার্ভিসিংয়ের কাজ করতেন। ঘটনার দিন বিকেলে তিনি বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকপাড় এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়।
মামলার এজাহারে বলা হয়, গ্যাং সদস্যরা রায়হান ও তার বন্ধুদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে ‘পাইটু হৃদয়’ নামে একজন রায়হানের বাম বুকে ছুরিকাঘাত করে। মারাত্মক আহত অবস্থায় রায়হানকে প্রথমে সুফিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জের খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. সামিম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে নাম উল্লেখ থাকা ব্যক্তিরা হলেন—পাইটু হৃদয় (১৫), মেহেদী (১৫), শুভ (১৫), মো. হৃদয় (৩০), মো. সাব্বির (১৮), মো. আতিক (২২), মো. জাহিদ (১৮) ও আল-আমিন (২০)। অভিযুক্তদের অনেকেই দক্ষিণ কদমতলী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫