আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করলো পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন

আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করলো পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন। গতকাল মঙ্গলবার ( ২ জুলাই) দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো নতুন এক বিলে স্বাক্ষরের মাধ্যমে এটিকে আইনে পরিণত করেন। খবর রয়টার্স ও বিবিসির। সিয়েরা লিওনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দেশটিতে লাখ লাখ মেয়ের বিয়ে ১৮ বছরের আগেই হয়ে যায়। তবে নতুন আইনের মাধ্যমে মেয়েরা রক্ষা পাবে।
গতকাল রাজধানী ফ্রিটাউনে নারীবাদী দল ও পশ্চিম আফ্রিকান ফার্স্ট লেডি আয়োজিত এক অনুষ্ঠানে জুলিয়াস বলেন, আমাদের নারীদের জন্য এবার স্বাধীনতা এলো। দেশটির নতুন আইনে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সী মেয়েকে কোনো পুরুষ বিয়ে করলে তাকে অন্তত ১৫ বছর জেলে কাটাতে হবে। সেইসঙ্গে জরিমানা দিতে হবে বাংলাদেশি মুদ্রায় সাড়ে লাখের বেশি টাকা। এ ছাড়া বাল্যবিয়েতে যারা উপস্থিত হবেন তাদেরও শাস্তির আওতায় আনা হতে পারে।
বিবিসি বলছে, পুরুষতান্ত্রিক সিয়েরা লিওনে বাবারা মেয়েদের যে জোরপূর্বক বিয়ে দিতেন সেটি দেশটিতে ছিল সাধারণ ঘটনা। এখন নতুন আইনের মাধ্যমে দেশটিতে কতটা বাল্যবিয়ে রোধ করা যায় তা দেখার বিষয়। এদিন জুলিয়াস আরও বলেন, নতুন এই আইন আফ্রিকাতে আশার বাতিঘর। এর মাধ্যমে নারীরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ এবং বিশ্বকে অনুপ্রাণিত করার সীমাহীন সুযোগ পাবে। এ ছাড়া জুলিয়াস নারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা, বর্জনীয় কুফল দূর করে সমতাকে লালন করার জন্য আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫