|
প্রিন্টের সময়কালঃ ৩১ জানুয়ারি ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ জানুয়ারি ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ

বিএনপি প্রার্থীর ১৭শ’ কোটি টাকার ঋণ নিয়ে প্রশ্ন তুলল জামায়াত


বিএনপি প্রার্থীর ১৭শ’ কোটি টাকার ঋণ নিয়ে প্রশ্ন তুলল জামায়াত


সীতাকুণ্ড প্রতিনিধি:

 

জামায়াতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির সহ-সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ফজলুল করিম দাবি করেছেন, সীতাকুণ্ডের বিএনপি প্রার্থী প্রায় ১৭শ’ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) বিকেলে সীতাকুণ্ড মাদরাসা মার্কেটস্থ জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আগামী ২ ফেব্রুয়ারি সীতাকুণ্ডে জামায়াতের কেন্দ্রীয় কমিটির আমীর ড. মোহাম্মদ শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে সংবাদ প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এ সভার আয়োজন করা হয়।

অধ্যাপক ফজলুল করিম বলেন, “যিনি হাজার কোটি টাকার ঋণগ্রস্ত, তিনি নির্বাচিত হলে জনগণের সেবা করবেন নাকি নিজের ঋণ পরিশোধে ব্যস্ত থাকবেন—এ প্রশ্ন এখন সাধারণ মানুষের।” তিনি বিএনপি প্রার্থীর আর্থিক সক্ষমতা ও দায়বদ্ধতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারি জসিম উদ্দিন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের, জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন এবং উপজেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মেজবাহ উল আলম রাসেল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফজলুল করিম আরও বলেন, সারা দেশে জামায়াতের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও দমন-পীড়ন চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ভোটের মাধ্যমেই এর জবাব দিতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা আসন্ন জনসভা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬