জাতীয় নির্বাচনের রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার অভাবে গভীর হতাশা প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে এ হতাশার কথা জানান।
তিনি বলেন, গত ২৪ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির প্রতিনিধি দলসহ আরও দুটি রাজনৈতিক দল তাঁর সঙ্গে বৈঠক করে। পরদিন আরও ১৯টি দলও সাক্ষাৎ করে। এসব আলোচনার পর উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে বক্তব্য উপস্থাপন করা হয়, তাতে নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপি হতাশ হয়েছে।
ড. মোশাররফ হোসেন বলেন, “আমরা বরাবরই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি। তবে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি নির্ভরযোগ্য রোডম্যাপ দাবি করেছি। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসাথে চলতে পারে। ফ্যাসিবাদী শক্তি ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়াও চলমান রাখতে হবে।”
তিনি অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদের বিবৃতিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভার পর যে বক্তব্য দেওয়া হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। সরকারের নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতা জনমনে সংশয় তৈরি করছে। এছাড়া সরকারের পক্ষ থেকে উত্থাপিত নানা অভিযোগ ও দোষারোপ মূলত নিজেদের ব্যর্থতাই প্রতিফলিত করছে।
সরকারি বিবৃতিতে বিদেশি ষড়যন্ত্র ও পরাজিত শক্তির ইন্ধনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের ষড়যন্ত্র বন্ধের একমাত্র উপায় হলো সুষ্ঠু, নিরপেক্ষ ও সময়োপযোগী নির্বাচন। এর জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন, যার কোনো বিকল্প নেই।”
বিএনপি নেতা আরও বলেন, “দেশে স্থিতিশীলতা বজায় রাখতে, গণতান্ত্রিক রূপান্তর তরান্বিত করতে এবং স্বৈরাচারের পুনরাগমন রোধে ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য অপরিহার্য। জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্য গড়ে তুলে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।”
তিনি বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি জানিয়ে বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণ যে গণঅভ্যুত্থান করেছে, তার চেতনার প্রতি অবিচল থাকতে হবে। কিন্তু সরকার ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে বিলম্ব করে জনমনে সন্দেহ তৈরি করেছে।”
সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি বলেন, “মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও মানবাধিকার ফিরিয়ে দিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন এখন সবচেয়ে জরুরি। এজন্য ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে।”
বিএনপির এই সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির অন্যান্য সদস্য—মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫