সাবিনা ইয়াসমিনের সুস্থতা ও বাসায় ফেরার খবর জানালেন মেয়ে বাঁধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২১ অপরাহ্ণ   |   ৬৮ বার পঠিত
সাবিনা ইয়াসমিনের সুস্থতা ও বাসায় ফেরার খবর জানালেন মেয়ে বাঁধন

বিনোদন প্রতিবেদক:-

 

দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের বাসায় ফেরার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল তিনি বাসায় ফিরবেন বলে জানিয়েছেন তার মেয়ে, সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন।
 

বাঁধন সমকালকে বলেন, ‘‘আম্মুর শারীরিক অবস্থা এখন ভালো। কোনো গুরুতর জটিলতা নেই। ডাক্তাররাও ইতিবাচক মতামত দিয়েছেন। আগামীকাল তার বাসায় ফেরার কথা রয়েছে।’’
 

প্রসঙ্গত, দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর গত শুক্রবার মঞ্চে গান গাইতে উঠেছিলেন সাবিনা ইয়াসমীন। সোয়া এক ঘণ্টা গান পরিবেশন করলেও হঠাৎ করেই তিনি মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেদিন রাতেই বাসায় ফিরলেও পরদিন ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি নিয়মিত চিকিৎসাসেবা নিয়ে থাকেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।
 

সংগীতজগতে সাবিনা ইয়াসমিনের অসামান্য অবদান

সাবিনা ইয়াসমীন ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস সাতক্ষীরায়। তিনি বড় হয়েছেন এক সংস্কৃতিমনা পরিবারে, যেখানে বাবা লুতফর রহমান ও মা মৌলুদা খাতুন সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। পাঁচ বোনের মধ্যে ফরিদা ইয়াসমিন, ফওজিয়া খান ও নীলুফার ইয়াসমিনও সংগীতের জগতে খ্যাতি অর্জন করেছেন।
 

সংগীতের সঙ্গে সাবিনা ইয়াসমীনের যাত্রা শুরু হয় মাত্র সাত বছর বয়সে। ১৯৬২ সালে এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম গান করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমার মাধ্যমে প্লেব্যাক জগতে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে তিনি একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
 

দেশ-বিদেশের খ্যাতিমান সুরকারদের সঙ্গে কাজ

সাবিনা ইয়াসমীন ভারতের আর ডি বর্মণ, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি সুরকারদের সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশের সত্য সাহা, সুবল দাস, আলম খান, বাপ্পি লাহিড়ী, আলী হোসেন, খন্দকার নূরুল আলম, আলাউদ্দিন আলী ও আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরেও বহু জনপ্রিয় গান গেয়েছেন।
 

তার সহশিল্পীদের মধ্যে রয়েছেন শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, কুমার শানু ও আশা ভোঁসলে। সংগীতজীবনে তিনি দশ হাজারেরও বেশি গান কণ্ঠে তুলেছেন। মুক্তিযুদ্ধের সময় গাওয়া তার দেশাত্মবোধক গান ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিল।
 

অসংখ্য সম্মাননা ও পুরস্কার

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার এবং ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাবিনা ইয়াসমীন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
 

দেশের সংগীতাঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।