ঢাকায় সিএনজি চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ   |   ৮৮ বার পঠিত
ঢাকায় সিএনজি চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত

রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালিত অটোরিকশাচালকরা। তারা মিটারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে মামলার নিয়ম বাতিলের দাবি জানাচ্ছেন। রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় চালকদের এই আন্দোলনের কারণে যান চলাচলে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।
 

মিরপুর ১৩ নম্বরে বিআরটিএ অফিসের সামনে সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সিএনজি চালকদের বিক্ষোভ চলতে দেখা গেছে। এছাড়া মগবাজার, রামপুরাসহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ সৃষ্টি হয়েছে, যা অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে ফেলেছে।
 

এ প্রতিবাদের ফলে ঢাকার প্রধান প্রবেশ পথ যাত্রাবাড়ী ও গাবতলীতে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
 

উল্লেখ্য, সরকার নির্ধারিত মিটারের বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১০ ফেব্রুয়ারি বিআরটিএ পুলিশের কাছে চিঠি পাঠায়। সংস্থার পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গ্যাস বা পেট্রোলচালিত অটোরিকশাগুলো মিটারের অতিরিক্ত ভাড়া আদায় করলে চালকদের বিরুদ্ধে মামলা করার অনুরোধ জানানো হয়েছে।
 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইনের ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারের নির্ধারিত ভাড়ার বেশি নিতে পারবেন না। আইন ভঙ্গ করলে ধারা ৮১ অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। চালকদের ক্ষেত্রে অতিরিক্ত দণ্ড হিসেবে ১ পয়েন্ট কর্তনেরও নিয়ম রয়েছে।