আমি কখনোই এই কথা বলিনি: সামান্থা

বছর দেড়েক তেলেগু অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টেনেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার সঙ্গে বিচ্ছেদের পর বলিউডের তরুণ অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে গণমাধ্যমে।
লন্ডনে নাগা ও সবিতার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রেমের গুঞ্জন আরও বিস্তৃত হয়েছে। তবে দুজনই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে বিষয়টি নিয়ে সামান্থা কথা বলেছেন বলে দাবি করেছে হায়দরাবাদভিত্তিক দৈনিক সিয়াসাতসহ একাধিক গণমাধ্যম।
সামান্থাকে উদ্ধৃত করে গতকাল সোমবার বিকেলে প্রকাশিত সেই খবরে বলা হচ্ছে, ‘কে কার সঙ্গে প্রেম করছে—বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছি না। যদি সে তার আচরণ পরিবর্তন করে ও তাকে কষ্ট না দিয়ে তার প্রতি যত্নবান হয়, তাহলে সবার জন্যই মঙ্গলজনক।’
খবরটি আজ টুইটারে শেয়ার করে সামান্থা লিখেছেন, ‘আমি কখনোই এই কথা বলিনি।’ সামান্থার টুইটের পর আজ মঙ্গলবার দুপুরেও সিয়াসাতের ওয়েবসাইটে খবরটি দেখা গেছে।
ভালোবেসে ২০১৭ সালে নাগা চৈতন্যের সঙ্গে ঘর বেঁধেছিলেন সামান্থা। দাম্পত্যজীবনের টানাপোড়েনের মধ্যে ২০২১ সালের অক্টোবরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা।
অ্যামাজন প্রাইমের ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন সামান্থা। মুক্তির অপেক্ষায় থাকা ‘শকুন্তলম’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন দেব মোহন। সিনেমাটি ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫