|
প্রিন্টের সময়কালঃ ২৬ অক্টোবর ২০২৫ ০৮:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৫ ০১:৫৭ অপরাহ্ণ

ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামছেন জ্যোতিরা


ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামছেন জ্যোতিরা


নারী ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে আজই শেষবারের মতো মাঠে নামছে বাংলাদেশ। নেভি মুম্বাইয়ে লিগপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবেন নিগার সুলতানা জ্যোতিদের দল।
 

ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ভারতও প্রায় সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে রেখেছে। তবে পয়েন্ট টেবিলের একদম নিচে থাকা বাংলাদেশ এই লড়াইয়ে আর নেই। ছয় ম্যাচে এক জয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট।
 

তবুও আজকের ম্যাচে রয়েছে মর্যাদার লড়াই। ভারতকে হারাতে পারলে অন্তত পাকিস্তানের ওপরে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ পাবেন জ্যোতিরা।
 

বাংলাদেশের বিশ্বকাপ শুরুটা ছিল উজ্জ্বল—শ্রীলঙ্কায় পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু করেছিল তারা। কিন্তু পরের সব ম্যাচ ভারতে হেরে যায় দলটি। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও ফিনিশিংয়ে ব্যর্থ হয়ে হেরেছে বাংলাদেশ।
 

অন্যদিকে, পাকিস্তান কোনো ম্যাচ না জিতেও তিন পয়েন্টে সপ্তম স্থানে আছে—তিনটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই পয়েন্ট পেয়েছে তারা।
 

সবশেষে ফল যাই হোক, লড়াকু পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে জয়ে যদি সমাপ্তি ঘটে, তাহলে এবারের বিশ্বকাপের শেষটাও হয়ে উঠবে স্মরণীয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫